Dhaka Comics

ঢাকা কমিকস (Dhaka Comics) হল একটি বাংলাদেশী কমিক বুক হাউস যা মেহেদী হক দ্বারা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। একদল তরুণ কার্টুনিস্ট এবং কমিক বইয়ের শিল্পীদের নিয়ে, বাংলাদেশী পছন্দ ও সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ কমিক বই প্রকাশের লক্ষ্যে সংগঠনটির সূচনা করে। ঢাকা কমিক্স বিশ্বাস করে যে বাংলাদেশের তরুণদের মধ্যেই মানসম্পন্ন গ্রাফিক্স সহ চমৎকার গল্প তৈরি করার ক্ষমতা ও শক্তি রয়েছে। তারা বিশ্বব্যাপী চাক্ষুষ স্বাদ বজায় রেখে তাদের নিজস্ব সংস্কৃতির উপর ভিত্তি করে তাদের নিজস্ব গল্প বলতে চায়। ঢাকা কমিক্সের উচ্চাকাঙ্ক্ষা যে অবাস্তব নয় তা প্রমাণিত হয়েছে ব্যাপক জনপ্রিয়তার মাধ্যমে ইতিমধ্যেই হাউজের বিভিন্ন শিরোনাম অর্জন করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো এই কমিক বুক হাউসটি বিভিন্ন ঘরানার বয়সভিত্তিক রেটিং ভিত্তিক কমিকস প্রদান করছে। ঢাকা কমিক্স সম্প্রতি বইগুলো ইংরেজিতে অনুবাদ করে এবং অনলাইনে তাদের নিজস্ব অ্যাপের মাধ্যমে আপলোড করে বৈশ্বিক কমিক পাঠকদের কাছে তার বিষয়বস্তু অফার করতে শুরু করেছে। এই অঞ্চলের বাংলাভাষী জনগণের জনপ্রিয় চাহিদার কারণে এটি পশ্চিমবঙ্গ কলকাতায় ব্যবসা সম্প্রসারিত করে। ঢাকায় অবস্থিত এই প্রকাশনা সংস্থাটি বাংলাদেশের কমিকসকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখে।

Your selection is empty. Please select another OR search below..