তাওহীদ পাবলিকেশন্স
তাওহীদ পাবলিকেশন্স’ একটি নাম। বাংলা ভাষায় বিশুদ্ধ ইসলামী গ্রন্থ প্রকাশনা জগতের একটি ইতিহাস। বিশুদ্ধ ইসলামী সাহিত্য প্রকাশের চেতনায় ঋগ্ধ একটি প্রতিষ্ঠান। কুরআন,সহীহ হাদীস ও সালফে – সালেহীনদের নীতি/আদর্শ অনুযায়ী বিশুদ্ধ আক্বীদা- বিশ্বাসের ভিত্তিতে মূল্যবান ইসলামী গ্রন্থসমূহ বাংলা ভাষায় প্রকাশে অগ্রগামী প্রতিষ্ঠান ‘তাওহীদ পাবলিকেশন্স’। ১৯৮১ সালে গবেষণা গ্রন্থ ‘কিতাবুত তাওহীদ’ প্রকাশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে আল্লাহ সুবহানাহূ ওয়া তা‘আলার অপার অনুগ্রহে একে একে পার করল দীর্ঘ ৩০টি বছর। যাত্রা শুরুর পর থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি পাঠকের প্রগাঢ় আস্থা ও ভালবাসা অর্জনে সম্মুখপানে এগিয়ে চলেছে। প্রকাশনার প্রায় তিন যুগ সুনামের সাথে অবস্থান এবং একের পর এক বই প্রকাশ করে দেড় শতাধিক গ্রন্থ প্রকাশ করেছে ‘তাওহীদ পাবলিকেশন্স’। বাংলাদেশে বিশুদ্ধ ইসলামী গ্রন্থ প্রকাশনার জগতে এটি এখন দেশের শীর্ষস্থানীয় নির্ভরযোগ্য প্রকাশনা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।